কোলকাতায় এসে দুর্গার মুখ দেখল না সুষমা অসুরঃ Saradindu Uddipan
প্রচার ছিল ফুলবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা উদ্বোধন করবেন সুষমা অসুর। খবরের কাগজে সেই ভাবে প্রচার ছড়িয়েছিলেন ব্রাহ্মণ্যবাদীরা। কিন্তু সমস্ত উদ্যোগের গোঁড়ায় জল ঢেলে দিলেন সুষমা অসুর তিনি বিজ্ঞপ্তি দিয়ে জানান যে কোলকাতায় এলেও তিনি তাঁর সমাজের দীর্ঘ পরম্পরা ভাঙবেন না। মুখ দেখবেন না দুর্গার বরং প্যান্ডেলের বাইরে শোনাবেন অসুর গাঁথা। মাতাম দেবেন অসুরের।
সুষমা অসুর এবং আখড়ার অন্যতম সদস্যা বন্দনা এক বিজ্ঞপ্তি জারি করে ফুলবাগানের অনুষ্ঠান খারিজ করে দেন। এরপর সল্টলেকের এফআই ব্লকের পূজা কমিটির সদস্য সুভাষ রায় সুষমাকে আবেদন জানান যে তারা মহিষাসুর সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী এবং এই অবসরেই যেন সুষমা তাঁর দলবল নিয়ে কোলকাতায় আসেন। সুষমা রাজি হন।
দিল্লীর ফরওয়ার্ড প্রেস থেকে অনিল বর্গী জানাচ্ছেন যে দুর্গা পুজা উদ্বোধনে অসম্মতি জানালেও এই সুযোগকে তিনি হাতছাড়া করতে চান নি। তাই অসুর মাতাম দেবার জন্য দলবল নিয়ে হাজির হন কোলকাতার সল্টলেকে। পূজা প্যান্ডেলের বাইরেই পরিবেশন করেন অসুর গাঁথা ও মাতাম। এনডিটিভি সুষমা অসুরের এই মাতাম সরাসরি প্রচার করে।
কৃতজ্ঞতা স্বীকারঃ Forward press and NDTV.